কবিতার নামঃ সম্পর্ক
লেখক-মোহাম্মদ আবু তৈয়ব
সব সম্পর্ক হতে হয় না রক্তের,
সম্পর্কের নামটাই করে দেয় যষ্টি অন্ধের।
হয়ত রাগারাগি-অভিমান থাকে অনবরত,
কিন্তু রাগের পর বুঝি, মিশে আছিস সর্বত্র।
তোর সাথে হাজারো রাগ, হাজারো অভিমান
যখন শুনি তোর মুখে, “ও ভাইয়া” ডাক ৷
রাগ দূর হয়ে, শীতল হয়ে যায় প্রাণ।
যখন দিয়েছিস ভাই-বোন সম্পর্কের নাম,
জীবন দিয়ে হলেও দিয়ে যাব তার দাম।
দিয়েছিস সমর্থন, হয়েছিস অনুপ্রেরণা,
সেদিন ঠিক করলাম, তুই আমার ভরসাস্থল,
অনুপ্রেরণার শেষ ঠিকানা।
রাগতো তার সাথেই করা যায়, যে দিবে তার দাম
রাগ জিনিসটা আছে বলেই ভালবাসার এত মান।
তুই আমার আল্লাহ প্রদত্ত অন্যতম নিয়ামত,
তুই যখন কথা বলা বন্ধ করিস
হয়ে যায় শুরু আমার দুনিয়াবি কিয়ামত।
তোকে বকা দিবো, শাসন করবো
করবো অকারণে অভিমাণ,
তুইতো আমার বোন, তুই না দিলে
কে দিবে? আমার এই ভালোবাসার প্রতিদান।
আজকে তোর জন্মদিন, কি দিবো শুভেচ্ছা?
আল্লাহর কাছে শুধু একটি আরজি,
যেন অফুরন্ত নিয়ামত দিয়ে পূরণ করে
তোর সব আশা, আকাঙ্খা, ইচ্ছা।
থাকিস সবসময় পর্দাসমেত,
ধারণ করিস মা-ফাতেমার চরিত্র,
ভাই হয়ে যেন, হতে পারি সদা গর্বিত।