নিজস্ব প্রতিনিধি :চট্টগ্রাম আনোয়ারা উপজেলার কবিরার দোকান এলাকা থেকে ২২বছর বয়সী এক তরুণীর লাশ উদ্ধার করছে থানা পুলিশ।
বুধবার (২৭জানুয়ারি)সকালে উপজেলার বারশত ইউনিয়নের কবিরার দোকান এলাকার জমির মেম্বারের বাড়ির পাশের একটি ভরাটকৃত জমিতে তরুণীর লাশ দেখে স্হানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে লাশটি।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)দিদারুল ইসলাম বলেন স্হানীয়রা খবর দিলে ঘটনা স্হলে গিয়ে আমাদের টিম লাশটি উদ্ধার করে।লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে ওখানে পেলে গিয়েছে।
তিনি আরও বলেন লাশটির সুরতহালে জানা যায় ওই তরুণীর পড়নে ছিল সেলোয়ার-কামিজ,স্যান্ডেল এবং ওই লাশটি থেকে একটি হাত ব্যাগ পাওয়া গেছে।এই রিপোর্ট লেখা পর্যন্ত তরনীর পরিচয় মেলেনি।