মিনহাজুল আবেদিন – দেশে করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ায় দেশের খেলোয়াড়েরা ঘরবন্দি। দেশের সব ধরনের লীগ টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়াতে খেলোয়াড়েরা বিপর্যস্ত হয়ে পড়ে। খেলোয়াড়দের এমন ক্রান্তিকালে করোনা সংক্রমন প্রতিরোধে চট্টগ্রামের অন্যতম ক্রীড়া সংগঠন বর্তমান চট্টগ্রাম দ্বিতীয় বিভাগের অন্যতম দক্ষ সুপরিচিত কিষোয়ান স্পোর্টিং ক্লাব আনোয়ারাসহ দেশের বিভিন্ন উপজেলার ক্রীড়াবিদদের ত্রান সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন করেন।
গতকাল দুপুর ৩ টায় আনোয়ারার চাতরী ও বটতলীতে আনোয়ারা উপজেলার খেলোয়াড়দের ত্রান সামগ্রী বিতরণ সম্পন্ন করেন কিষোয়ান স্পোর্টিং ক্লাব। এর আগেও চট্টগ্রাম মহানগর, কর্ণফুলি, পটিয়া, বাঁশখালি, চন্দনাইশ, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, লোহাগাড়া, পেকুয়া উপজেলা সহ চট্টগ্রামের আরো বিভিন্ন উপজেলায় খেলোয়াড়দের পাশে থেকে ত্রান সামগ্রী সহ নানাভাবে সাহায্য করে আসছে কিষোয়ান স্পোর্টিং ক্লাব ক্লাবের সভাপতি ও কর্মকর্তাবৃন্দ।
এবং তাদের পরবর্তী কর্মসূচিতে কুতুবদিয়া, বোয়ালখালি, মিরসরাই, সীতাকুন্ডাসহ ক্রমান্বয়ে সারা দেশের খেলোয়াড়দের পাশে থাকার আশ্বাস প্রদান করেন কিষোয়ান স্পোর্টিং ক্লাব ।
আনোয়ারা উপজেলার ফুটবল খেলোয়াড়দের ত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, কিষোয়ান স্পোর্টিং ক্লাবের ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদিন, সিজেকেএস এর রেফারি সদস্য আমিন মাস্টার, বর্তমান চট্টগ্রাম প্রথম বিভাগ লীগের খেলোয়াড় আমজাদ হোসেন, আমিন ফারুক, মোঃ বেলাল, মিনহাজ, সাইদুল, আশিক, মিঠু, আরিফ, রিপনসহ আরো অনেকে।
করোনাকালে চট্টগ্রামের খেলোয়াড়দের উদ্দেশ্যে কিষোয়ান স্পোর্টিং ক্লাবের সভাপতি ওয়াহিদুল ইসলাম বলেন, দেশের এই ক্রান্তিকালে আমি দেশের ফুটবল খেলোয়াড়দের পাশে থেকে কাজ করে যেতে চাই। আমার ইচ্ছা আমার কিষোয়ান স্পোর্টিং ক্লাবকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে, দেশের ফুটবল উন্নয়নে সহযোগিতা করে যেতে এবং বিভিন্ন উপজেলার তৃণমূল থেকে খেলোয়াড় উঠে আসার সুযোগ করে দিতে চাই খেলোয়াড়দের।
অত্র ক্লাবের ক্রীড়া সম্পাদক জয়নাল আবেদিন বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে আমরা খেলোয়াড়দের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা এটাকে ধারাবাহিকভাবে করে যাবো বলে দৃঢ় সংকল্প
আনোয়ারাসহ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার খেলোয়াড়দের পাশে কিষোয়ান ক্লাব
