নিজস্ব প্রতিনিধি ।। গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯.৪৫ ঘটিকা সময় ১নং বৈরাগ ইউনিয়ন যাত্রী ছাউনি হতে ইয়াবাসহ মোঃ রহিম (২৬) নামে একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন এসআই হাফিজ উদ্দীন ও এ এস আই রেজাউল করিম মামুনের নেতৃত্বে আনোয়ারা থানা পুলিশের একটি দল।
এসময় তার কাছে থেকে ২১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় যার বাজার মুল্য অনুমানিক -৬৩,০০০হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামীর পিতা -মৃত-মোঃ রফিক, সাং পশ্চিমচাল (ইয়ার মিয়া সেরাং এর বাড়ি) থানা আনোয়ারা, জেলা চট্টগ্রাম।
আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাহার নামে আরো ৩টি গাজা ও ২টি ইয়াবার মামলা আছে। সে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী ।