আনোয়ারায় দিন মজুর সংকটে মাঠের ধান ঘরে তুলতে পারছে না কৃষক

শওকত আলী পারভেজ ।। অনুকূল আবহাওয়ার কারণে আনোয়ারা উপজেলার বেশ কয়েকটি বিলে প্রায় ১৬৫০৮ একর চাষের জমিতে বোরো ফসলের বাম্পার ফলন হয়েছে। এখন পাকা ধান ঘরে তোলার পালা। উপজেলার প্রতিটি বিলের কৃষকরা এখন ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
একসঙ্গে ধানপাকায় প্রতিটি বিলের ধান কাটা কৃষকের ব্যাপক চাহিদা বেড়ে গেছে এবং উপজেলার প্রতিটি বিলে ধানকাটার জন্য শ্রমিকের সংকট প্রকট আকারে দেখা দিয়েছে। খাবার সহ ৭০০-৮০০ টাকা দৈনিক শ্রমমূল্যেও মিলছে না ধান কাটার শ্রমিক। এ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকরা।


অন্যান্য মৌসুমের চেয়ে এই মৌসুমে ফলন ভালো হওয়ায় কৃষক কৃষাণীর মুখে হাসি ফুটলেও গোলায় ধান তোলা নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।
আনোয়ারা উপজেলার বাহিরের থেকে অনেক শ্রমিক আসত কাজের সন্ধানে বিশেষ করে বাঁশখালী থেকে,কিন্তু এই মৌসুমে তেমন শ্রমিক আসেনি বলে সূত্র অনুসারে জানা যায়।

এ ব্যাপারে উপজেলার বৈরাগ ইউনিয়নের ভুক্তভোগী কয়েকজন কৃষকের একজন,শহর আলী সারা আনোয়ারা প্রতিনিধিকে জানান, ভালো ফলন হলেও ধান কাটার শ্রমিকের সংকটে এখনও পাঁকা ধান তুলতে পারে নি, এই দিকে কালবৈশাখী কারণে অনেক পাঁকা ধানের ক্ষতি হতে পারে এখন আশঙ্কা, কি করব বুঝতে পারছি না।

আশা করছি এ সমস্যার দ্রুত সমাধান হয়ে যথা সময়ে ধান ঘরে তুলে কৃষকের মুখে হাসি ফুটবে।

Related posts

Leave a Comment