নিজস্ব প্রতিনিধি ।। আনোয়ারায় গতকাল শুক্রবার দিবাগত রাতে পুলিশের সাথে বন্দুকযু্দ্ধে নাছির (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ সারা আনোয়ারাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গুলিতে নিহত নাছির আনোয়ারার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী । সে বিভিন্ন রাহাজানী, মাদক সহ প্রায় ১৮ টি মামলার পলাতক আসামী।
গতকাল রাতে আনোয়ারা পুলিশ তাকে আটক করে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতেই তাকে নিয়ে অস্ত্র উদ্ধার ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করার জন্য, বারশত ইউনিয়নের দুঁধকুমড়া এলাকায় পৌঁছালে নাসিরের সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ ও পাল্টা গুলি চালায়। দুপক্ষের বন্দুকযুদ্ধে গুলিতে নাছির গুলিবিদ্ধ হন৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাছিরের বাড়ি আনোয়ারা ২ নং বারশত ইউনিয়নের ৫ নং ওয়ার্ড , তার বাবার নাম কালা মিয়া সওদাগর।