আনোয়ারায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক শীর্ষ সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিনিধি ।। আনোয়ারায় গতকাল শুক্রবার দিবাগত রাতে পুলিশের সাথে বন্দুকযু্দ্ধে নাছির (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল মাহমুদ সারা আনোয়ারাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিতে নিহত নাছির আনোয়ারার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী । সে বিভিন্ন রাহাজানী, মাদক সহ প্রায় ১৮ টি মামলার পলাতক আসামী।
গতকাল রাতে আনোয়ারা পুলিশ তাকে আটক করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, রাতেই তাকে নিয়ে অস্ত্র উদ্ধার ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার করার জন্য, বারশত ইউনিয়নের দুঁধকুমড়া এলাকায় পৌঁছালে নাসিরের সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ ও পাল্টা গুলি চালায়। দুপক্ষের বন্দুকযুদ্ধে গুলিতে নাছির গুলিবিদ্ধ হন৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাছিরের বাড়ি আনোয়ারা ২ নং বারশত ইউনিয়নের ৫ নং ওয়ার্ড , তার বাবার নাম কালা মিয়া সওদাগর।

Related posts

Leave a Comment