নিজস্ব প্রতিনিধি
সারা আনোয়ারা
চট্টগ্রামের আনোয়ারায় মাদকসেবনের দায়ে ৩ যুবককে আটক করে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার রাতে অভিযোগের ভিত্তিতে উপজেলার বৈরাগ ইউনিয়নে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন, বৈরাগ ইউনিয়নের মো. মাহফুজ (২৫), মোহাম্মদ রিপন (২৩) ও মোহাম্মদ রাসেল (২৪)। এসময় তাদের কাছ থেকে ১০ গ্রাম মাদক উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লাহ আল মুমিন বলেন, মাদক সেবনের দায়ে আটককৃতদের ৭দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ অভিযান। এ অভিযান অব্যাহত রয়েছে।