মোহাম্মদ রাসেল
নিজস্ব সংবাদদাতা (সংবাদ)
এবং সদস্য (সংগঠন)
সারা আনোয়ারা
শিক্ষা জাতির মেরুদন্ড । যে জাতি শিক্ষিত নয় সে জাতি কখনো উন্নতি করতে পারে না ।
শুধুমাত্র স্কুলের পাঠদানে, অনেক ছাত্র সম্পূর্ণ বুঝে উঠতে পারে না। প্রয়োজন পরে পারিবারিক পরিচর্যা এবং টিউটর রাখার মতো কোন ব্যাবস্থার। কিন্তু আমাদের দেশের গ্রামে অধিকাংশ জনগোষ্টির ক্ষেত্রে যেটা সম্ভব না কারণ অনেক পরিবারেই বাবা-মা শিক্ষিত নয় কোন ক্ষেত্রে আবার দেখা যায় টিউটরের ব্যবস্থার জন্য আর্থিক অবস্থা সম্পন্ন না।
এই বিষয়টি ভাবিয়ে তুলে আনোয়ারার ২নং বারশত ও ৪ নং বটতলী ইউনিয়নের অন্তর্ভুক্ত বখতিয়ার পাড়ার কিছু তরুণদের ।
চলতি বছরের আগষ্টের ৩০ তারিখ, মাত্র অল্প কিছু দরিদ্র শিক্ষার্থী নিয়ে তরুণ সামাজিক সংগঠক , কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া তরুণ এবং প্রবাসীরা মিলে, যাদের মধ্যে মোস্তাক জামান, জাগির হোসেন, মোরশেদ খান ও আজগর আলী অন্যতম। এরা সবাই মিলে গড়ে তুলেছে একটি উন্মুক্ত পাঠশালা – বখতিয়ার সোসাইটি রংধনু পাঠশালা।
যেখানে গরীব শিক্ষার্থীদের বিনামূল্যে সকল ধরনের শিক্ষা বিষয়ক সহায়তা ও অার্থিক সহায়তা ।
দেখা গেছে আর্থিক অবস্থা খারাপ এমন ৮ শিক্ষার্থীকে মাসে দুই হাজার করে উপবৃত্তি দিয়ে শিক্ষার মান চালিয়ে যেতে অার্থিক সাহায্য করে যাচ্ছেন ।
ছিরাবটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই উন্মুক্ত পাঠশালার কার্যক্রম হয়ে থাকে। সপ্তাহের সাত দিনই খোলা থাকে এই পাঠশালা । বর্তমান শিক্ষার্থী সংখ্যা ৯৬ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও রয়েছে উচ্চ বিদ্যালয়ের ছাত্র হাসি মুখে দেখা যায়, শিক্ষার্থীরাও খুব খুশি এবং আগ্রহী এরই সুবাদে দিন দিন বেড়ে চলেছে ছাত্র-ছাত্রীর সংখ্যা।
এই মহৎ উদ্যোগ প্রসঙ্গে উন্মুক্ত পাঠশালার কয়েকজন শিক্ষক এর সাথে কথা বলে জানা যায়, গ্রামের দরিদ্র, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সুবিধার্তে আমাদের বখতিয়ার পাড়ার কয়েকজন সামাজিক ব্যাক্তি এই উদ্যোগ নেন অভিবাবকরা বলেন এই ধরনের উদ্যোগের ফলে তারা খুশি এবং কৃতজ্ঞতা জানান কার্যক্রমের সাথে যুক্ত থাকা সবার প্রতি।