শ্রীধাম মল্লিক রাতুল,
সারা আনোয়ারা।।
০৭-০৫-২০১৯
অভিনব কৌশল অবলম্বন করে এবারের সিনেমা স্টাইলে দীর্ঘ দুইমাস যাবৎ আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া,পটিয়া সহ দক্ষিন চট্টগ্রামের প্রতিটি থানায় বিশেষ করে আনোয়ারায় একটি সংঘবদ্ধ সক্রিয় গাড়ি ছিনতাই চক্র কাজ করছে বলে অভিযোগ করেন গাড়ির ড্রাইভার ও গাড়ির মালিকরা।
উল্লেখ্য, ব্যাটারী চালিত মোটর রিক্সা, মোটর সাইকেল এবং সিএনজি ছিনতাই করে নিয়ে যাচ্ছে এই ছিনতাইকারী চক্রটি। তারা এ কাজে একটি নোহা চট্টমেট্টো চ ১১ ২২ ৪৩ ব্যবহারের খবর পাওয়া গেছে। সম্প্রতি নোহা গাড়িটি আনোয়ারা থানা পুলিশ নগরীর ডবলমুরিং থানা থেকে আটক করছে । এ ঘটনা নিয়ে বেশ কয়েকটি অভিযোগ ও একটি মামলা নাম্বার ২৭/১০৫, ২৯/০৪/২০১৯ খবর পাওয়া গেছে।
সরেজমিনে দেখা যায় , ১৯ শে এপ্রিল ২০১৯ সন্ধ্যা ৮.৪০ সময় এই নোহা গাড়িটি ব্যবহার করে সরকার হাট, বরুমছড়া রাস্তার মাথা ও বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকটি ব্যাটারী চালিত মোটর রিকশা ছিনতাই করে। তারা নিজেদের প্রশাসনের লোক বলে রিকশার ড্রাইভারদের গাড়িতে তুলে এবং মারধর করে।
এই ব্যাপারের জানতে চাইলে আনোয়ারা থানা পুলিশ জানান,এই ছিনতাই চক্রে কে বা কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িগুলো উদ্ধার এবং ছিনতাই চক্রের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে এবং কারা জড়িত আছে এই সত্যটা উদঘাটন করে তাদের আইনের আওতায় জন্য পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছে।
গাড়ির মালিক নুরুল করিম সারা আনোয়ারা প্রতিনিধিকে জানান,আমি চাই আনোয়ারা সকল প্রকার গাড়ি ছিনতাই রোধ হোক এবং এই সক্রিয় গাড়ি ছিনতাই চক্রে জড়িতদের উপযুক্ত আইনের আওতায় এনে কঠিনত শাস্তি দেয়া হোক যাতে করে আর কারো গাড়ি ছিনতাই করার সাহস না পাই। সরকারহাট -বরুমছড়া রাস্তার মাথার মোটর রিকশা চালকরা তাদের নিরাপত্তা এবং ছিনতাই করা গাড়ি গুলো ফিরিয়ে দেওয়া জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি এই ছিনতাই চক্রে জড়িতে আইনের আওতায় আনার জন্য জোর দাবী জানান।