আনোয়ারায় সিএনজি ও বাইকের মুখামুখি সংঘর্ষ, আশংকাজনক ১

আরিফ মানিক – আনোয়ারা – বাঁশখালী সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে ২ জন অবস্হা গুরুতর।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আনোয়ারা উপজেলার বারখাইন ঝিওরি চেয়ারম্যান ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাইক চালক আনোয়ারুল আজিম(২৮) আকতার হোসেন (১৮),মোঃজিলানী (৪০),আফজাল হোসেন(১৮),মুজিবুর রহমান (৪০), সখিনা খাতুন (৬৫) আহত হয়। এদের মধ্যে বাইক চালকের অবস্হা গুরুতর।
আহতদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে।এদের মধ্যে দুইজনের অবস্হা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকিরা চিকিৎসাধীন রয়েছে।
এই ব্যাপারে আনোয়ারা থানা পুলিশ জানান, দূর্ঘটনা পতিত হওয়া অটোরিকশা ও মোটর সাইকেল থানায় আনা হয়েছে।এই ব্যাপারে পরবর্তি ব্যবস্হা গ্রহণ করা হবে।

Related posts