আনোয়ারা আন্তঃউপজেলা অনুর্ধ ১৬ লীগের জন্য খেলোয়াড় বাছাই পর্ব অনুষ্ঠিত

মোঃমিনহাজুল আবেদীন ||
আজ বিকাল ৩.৩০ টায় আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এস এম আলমগীরের উপস্থিতিতে চট্টগ্রাম জেলা ক্রিড়া সংস্থা কর্তৃক আয়োজিত অনু্র্ধ ১৬ আন্তঃউপজেলা লীগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

বাছাই পর্বে আনোয়ারার বিভিন্ন গ্রাম থেকে প্রতিভাবান খেলোয়াড়দের ক্রীড়া নৈপুন্যে অনেকদিন পর আনোয়ারা মাঠ ছিল সরব। ৩০ জন বাচাই করা খেলোয়াড়দের মধ্য থেকে আগামী ৩১শে মার্চ চুড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। আর আনোয়ারা উপজেলার এই অনুর্ধ ১৬ দলটি আগামী ১৯ শে এপ্রিল পটিয়া কলেজ মাঠে অনুষ্ঠিতব্য আন্তঃউপজেলা অনুর্ধ ১৬ লীগে লড়াই করবে।

খেলোয়াড় বাছাইয়ের জন্য উপস্থিত ছিলেন আনোয়ারা ক্রীডা সংস্থার সভাপতি এস এম আলমগীর, আনোয়ারা ক্রীডা সংস্থার সহ সভাপতি এনামুল হক এনাম , সিজেকেএস এর কাবাডি টিমের কোচ ও আনোয়ারা আন্তঃউপজেলা লীগের নির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম এবং পশ্চিমচাল মাদ্রাসার শিক্ষক ও আনোয়ারার কৃতি ফুটবল খেলোয়াড় মোঃ আমিন (মাষ্টার)।

Related posts

Leave a Comment