নিজস্ব প্রতিনিধি।
১৯৭৫ সালের ১৫ ই আগষ্ট সকল শহীদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করেছে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
গতকাল সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।
আনোয়ারা-বাশঁখালী মহাসড়ক সংলগ্ন এলাকা সহ আনোয়ারার প্রত্যন্ত অঞ্চলে আনোয়ারা উপজেলা ছাত্রলীগের কর্মীরা এই বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেন। এসময় আনুমানিক কয়েক হাজার বিভিন্ন ধরনের গাছের চারা রোপন করা হয়।
” গাছ লাগান পরিবেশ বাচাঁন” ও শহীদদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন,আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃআলমগীর তালুকদার, জেলা ছাত্রলীগ নেতা মোঃপারভেজ,রবিউল হোসেন রুবেল,এরফান আলী,কলিম উদ্দীন,আরেকুর রহমান,আসিফ উদ্দীন জিহান,আসিফ আজম,মোঃসোহেল প্রমুখ।
আনোয়ারার বিভিন্ন মহল এবং সর্বস্তরের জনগণ ছাত্রলীগের এমন মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।