আনোয়ারা হাইলধর কাসেম মেম্বারের বাড়িতে অগ্নিকান্ডে,পুড়ে গেছে ৮টি বসতঘর !

মহিউদ্দিন মনজুর, ছবি – নেজাম উদ্দীন – আনোয়ারা উপজেলার ১০ নং হাইলধর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাসেম মেম্বারের বাড়িতে রান্নার চুলা থেকে আগুনের সুত্রপাত হয়ে প্রায় ৮টি বসতঘর পুড়ে গেছে।

রবিবার (০১) মার্চ দুপুর ১টার দিকে কাসেম মেম্বারের পুত্র মোঃ রাশেদের রান্না ঘরের চুলা থেকে এই অগ্নিকান্ড ঘটেছে বলে জানা যায়।

স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়,পরে চন্দনাইশ ও আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি টিম এসে প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে এগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আগুনে পুড়ে যাওয়া ঘরেরমধ্যে ২টি ছেমিপাকা ও ৬টি টিনশেড এর ঘর রয়েছে যার ক্ষয়ক্ষতি ২০ লক্ষ টাকা প্রায়।

এসময় আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে আগুন নিয়ন্ত্রণের নষ্ট যন্ত্র নিয়ে আসায় স্থানীয়রা তাদের উপড় ক্ষিপ্ত হয়ে তর্কতর্কি সৃষ্টি হয়।

ক্ষতিগ্রস্তরা হলেন মরহুম কাসেম মেম্বারের পুত্র মোঃ গিয়াস উদ্দিন,মোঃ রাশেদ,নুরুল আবছার, মোঃ এহছান,মোঃ বাচ্চু।মৃত রশিদ আহমেদ এর পুত্র, আকতার জামাল,আক্তার কামাল,আব্দুল কাদেরের ছেলে,মোঃ সুলতান,মোঃ তৈয়ব, মোঃ আজগর।

আনোয়ারা ফায়ার ষ্টেশন সার্ভিসের অফিসার ইনচার্জ দুলাল কুমার মিত্র বলে আমরা দুপুরবেলা খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে এসে হাজির হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি মেশিন যন্ত্র একটু সমস্যা করায় স্থানীয়রা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে কয়েকটি পাইপ লাইন ছিড়ে দেয়।

তিনি আরো জানান রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয় এবং এতে ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Related posts