এরশাদ আলি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের ঈদ পুনর্মিলনি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : উক্ত বিদ্যালয়ের প্রতিষ্টালঘ্ন ১৯৫৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ব্যাচভিত্তিক প্রতিনিধিদের সার্বিক সহযোগিতা অংশগ্রহণে ২০১৬ সালের ধারাবাহিক পুনর্মিলনি অনুষ্টের বিদ্যালয়ের শিক্ষক প্রণব চক্রবর্তী ও প্রাক্তন ছাত্র জগন্নাথ দাশের সঞ্চালনায় ব্যাচের প্রতিনিধি প্রাক্তন ছাত্র আরামিট গুরুপের চেয়ারম্যান আলমগীর চৌধুরি চট্টগ্রাম সমিতি ঢাকার সভাপতি জাহাঙ্গীর আলম, মফিজুর রহমান, নজরুল আনসারি মুজিব, জয়নাল আবেদিন হেলাল,মনিরুল ইসলাম, আজমগীর চৌধুরি, আবুল কাশেম, জয়নাল চৌধুরি, ডাক্তার হিরন্ময় দও, বাবুল, আসাদুজ্জামান,মোহাম্মদ শোয়েব, ফারুক, ইমরান চৌধুরি, মোহাম্মদ হোসেন সেফায়েত হোসেন, সালাউদ্দিন খোকন, এস.এ. মিরাজ ইউপি সদস্য আয়ুব আলি, সাবেক ইউপি সদস্য আজিজুল, আনোয়ার, আমান উল্লাহ শায়ের, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফারুখ আরিফুল ইসলাম মনির উদ্দিন সহ ধারাবাহিক ব্যাচের পক্ষে পরিচিত বক্তব্য রাখেন। উক্ত অনুষ্টানে বক্তারা স্কুল প্রতিষ্টাতা সদস্য প্রাক্তন শিক্ষকদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ২০১৬ উদ্যোগ নেওয়া থেকে আজ অব্দি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন আলোচনা সভা শেষে মনোঙ্গ সংস্কৃতি অনুষ্ঠানে রুপা রোজারিও, অপু ছাড়াও স্কুলের প্রাক্তন ছাত্র জগন্নাথ দাশ, আনোয়ার হোসেন ও রিয়াদ হায়দার সেন্টু গান পরিবেশন করেন।

Related posts