কর্ণফুলীতে ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান:৩০ লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ মনির
সারা আনোয়ারা

কর্ণফুলী উপজেলার জুলধায় স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে সোমবার (২৭ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন এর নেতৃত্বে র্যাব-৭, পুলিশ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিমের সক্রিয় অংশগ্রহণ জুলধার ৩টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স ইআরবি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে অপর দুটি মেসার্স পায়রা ব্রিকসকে ২০ লক্ষ ও এসটিবি ব্রিকসকে ১০ লক্ষ টাকা মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Related posts