কর্ণফুলীতে ভোর রাতে ১০ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
সারা আনোয়ারা

কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের সৈন্যরটেক এলাকায় আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নয় লক্ষ টাকার উপরে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর ৪ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ খবর লিখা পর্যন্ত স্থানীয় কোন জনপ্রতিনিধি বা উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছে বলে খবর পাওয়া যায়নি।

জানা যায়, আগুন লাগার তিন ঘন্টা পর ফায়ার সার্ভিসের লোকজন আসলেও স্থানীয়দের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে গরিব দোকানদারেরা বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন এলাকার লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাশের এক দোকানের মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। তবে বিষয়টি নিশ্চিত করা যায়নি।

ওদিকে, আগুনের লেলিহান শিখায় ছালেহ আহমদ এর মুরগীর দোকান, পারভেজ এর মুদির দোকান,ফারুক এর কুলিং কর্ণার,হাফেজ এর জাল মুড়ির দোকান, আবু তালেব এর রঙ চায়ের দোকান ও একটা সবজি বিক্রেতার দোকান পুড়ে ছাই হয়ে যায়।

কালামিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা তাজুল ইসলাম জানান, কেউ কেউ বলছেন মশার কয়েল। তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Related posts