কর্ণফুলীতে স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড বিষয়ে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : স্মার্ট বাংলাদেশ ভিশন-২০৪১ প্রতিষ্ঠা এবং উন্নত বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট চট্টগ্রাম বেস্ট আইডিয়া অ্যাওয়ার্ড বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) বিকেলে কর্ণফুলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো : মামুনুর রশীদের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবদুল মালেক।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল মালেক বলেন, ২০৪১ সালের মধ্যে চট্টগ্রামকে স্মার্ট চট্টগ্রাম হিসেবে রুপান্তরিত করা হবে। স্মার্ট বাংলাদেশের প্রথম স্মার্ট জেলা হবে চট্টগ্রাম। জেলাপ্রশাসক চট্টগ্রাম মহোদয়ের এ প্রতিশ্রুতিকে সামনে রেখে স্মার্ট চট্টগ্রামের রোডম্যাপ প্রস্তুত করা হচ্ছে।

তিনি বলেন,জেলার মেট্রোপলিটন ও উপজেলা পর্যায়ের সকল ধরনের সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসমূহের প্রত্যক্ষ ও গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে স্মার্ট চট্টগ্রাম বাস্তবায়ন করা হবে।

কর্মশালায় প্রতি গ্রুপে ১০ জন করে মোট ১০টি গ্রুপে বিভিক্ত হয়ে স্মার্ট কর্ণফুলী বিনির্মাণে নির্ধারিত বিষয়ের উপর আইডিয়া শেয়ার করেন গ্রুপের সদস্যরা।এর মধ্যে বিষয়গুলো হল, স্মার্ট সিটি, স্মার্ট ভিলেজ,স্মার্ট শিক্ষা,স্মার্ট স্বাস্থ্যসেবা, স্মার্ট সামাজিক সুরক্ষা, স্মার্ট কৃষি, স্মার্ট ম্যানুফেকচারিং, স্মার্ট সেবা খাত,স্মার্ট প্রশাসন ও স্মার্ট ইউটিলিটি।

কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সাংবাদিক বিভিন্ন পেশায় নিয়োজিত সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

Related posts