নিজস্ব প্রতিনিধি
সারা আনোয়ারা
চট্টগ্রাম কর্ণফুলী থানার আওতাধীন মেরিন একাডেমিতে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারেক (৩২) নামে এক শ্রমিক মৃত্যুবরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ( চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
শনিবার (৬ মার্চ) দুপুরে এই দূঘটনা ঘটে।
নিহত তারেকের বাড়ি চট্টগ্রাম নগরীর দক্ষিণ হালিশহর এলাকার বড় বাড়িতে,সে ওই এলাকার হাজী মোস্তাফার ছেলে বলে জানা যায়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, মেরিন একাডেমিতে কাজ করার সময় ওই শ্রমিক বিদ্যুৎস্পৃষ্টে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।