গুন্দ্বীপ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে এস.এস.সি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান ও পুরস্কার বিতরণ

এইচ এম মহিউদ্দীন মনজুর –

আজ ২৬ শে মার্চ আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুন্দ্বীপ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গুন্দ্বীপ হাফেজিয়া দারুল কোরআর মাদরাসার মাঠে আলোচনা সভা,ও
এস.এস.সি২০১৮ শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয় ।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এইচ এম মুহিব্বুল্লাহ কাশেমীর সভাপতিত্বে, মোঃ তারেকুল ইসলামের সঞ্চালনায় হাফেজ মোঃ মুরশেদুল আলমের কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্টান শুরু হয়।

অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ এম.এ.কায়ুম শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বারশত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ মহিউদ্দীন, গুন্দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম সওদাগর,বারশত সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মুসা,বারশত বাজারের ব্যবসায়ী আলহাজ্ব এম এম জাফর,হাজ্বী আলী আকবর সওদাগর, মোঃ আব্বাস বিন নুর,সাবেক যুবদল নেতা মোঃ জাহাঙ্গীর আলম,সোহেল পারভেজ রাজু। আরও উপস্থিত ছিলেন হাফেজ সোহেল,মো ইদ্রিস সওদাগর, মোঃ আনিস সওদাগর, মোঃ শহিদুল ইসলাম সুমন, মোঃ আরিফুল ইসলাম, সংগটনের সভাপতি আব্দুল্লাহ আল নোমান,সহসভাপতি শাখাওয়াত হোসাইন,সেক্রেটারি নেজাম উদ্দীন তালুকদার, মোঃ মারুফ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কায়ুম শাহ বলেন, আমরা শিক্ষার্থীরা এই মান অর্জন করেছি আমাদের মা বাবার কষ্টের বিনিময়ে,তাই যাদের বিনিময়ে আমাদের এই সার্টিফিকেট, আমরা তাদেরকে আজীবন সম্মান ও লালন পালন করে যাব।

গুন্দ্বীপ পাড়ায় প্রায় ৪০ জন এস.এস.সি ২০১৮ ইং উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী ছাত্র/ছাত্রী ও গুন্দ্বীপের ২ জন কৃতি সন্তান এম,বি,বি,এস চট্টগ্রাম মেডিকেললের পরিবর্তে ইউএসটিসি থেকে এম,বি,বি,এস ডিগ্রী লাভ  করায় তাদেরকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

Related posts

Leave a Comment