রিপোর্ট ও ছবি
এইচ.এম মহিউদ্দীন মনজুর
সারা আনোয়ারা
০৫-০৩-২০১৯ইং
গুন্দ্বীপ আব্দুর রহমান তালুকদার বাড়ির প্রথম রাস্তার মোড় থেকে প্রায় ১৫০ ফুট নতুন ড্রেনের কাজ গতকাল থেকে শুরু হয়েছে। ড্রেনের এই কাজ ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নিজস্ব আর্থিক অনুদানে করা হচ্ছে।
উক্ত কাজের তদারকি ও কাজের দায়িত্ব আছেন বারশত ইউনিয়ন আওয়ামিলীগ এর সাবেক সভাপতি মোহাম্মদ ছাবের আহমদ ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোহাম্মদ নিজামুল হক চৌধুরী।
ড্রেনের কাজ সম্পূর্ণ কারা প্রসঙ্গে ছাবের আহমেদ বলেন “আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মহোদয়ের নিজস্ব অর্থায়নে গুন্দ্বীপ মমতাজ উদ্দীন সড়কের ড্রেনের কাজ সম্পূর্ণ করার জন্য আমরা চেষ্টা করতেছি,আপনারা উনার (ভূমি মন্ত্রীর)জন্য দোয়া করবেন যাতে আপনাদের বাকী উন্নয়নমূলক কাজগুলো সম্পূর্ণ করতে পারে।”
তিনি আরো বলেন যে, ‘উক্ত ড্রেনের কাজ সম্পূর্ণ করতে এলাকাবাসী সকলের প্রতি সহযোগিতা কামনা করছি।’
নতুন ড্রেনের কাজের প্রসঙ্গে এলাকাবাসীর কাছে জানতে চাইলে স্থানীয় যুবক মনজুর বলেন “আমাদের এলাকায় রাস্তার চেয়ে ও গুরুত্বপূর্ণ হল ড্রেনের কাজ,অতএব মাননীয় ভূমি মন্ত্রীকে আমরা ধন্যবাদ জানায় এবং বাকী ১৫০ফুটের পরে ড্রেনের কাজগুলো যেন বর্ষার আগে শীগ্রই কাজ শেষ করে এটি ভূমি মন্ত্রীর উপর আশাবাদী।”