নিজস্ব প্রতিনিধি –
আজ সন্ধ্যা ৭.০০টায়,৪র্থ বারের মত আয়োজিত বরুমচড়া প্রিমিয়ার লীগ (BPL T10)এর দিবারাত্রি শর্ট পিছ গ্রুপিং ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ফাহিমুল ইসলাম চৌধুরী মোস্তাক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৫নং ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়াছিন মেম্বার, মাষ্টার কবির আহমদ , আহমদ হোসেন,ছরওয়ার,শহিদুল ইসলাম, সালাউদ্দীন সহ আরো অনেকে।
উক্ত টুনার্মেন্টে ৬টি দল অংশগ্রহণ করে(ঢাকা, চট্টগ্রাম, খুলনা,সিলেট,রংপুর এবং কুমিল্লা)। এদের মধ্যে ফাইনালে মুখোমুখি হয় সিলেট টানডার বনাম কুমিল্লা ওয়ারিয়স। টস হেরে ব্যাটিং করে নির্ধারিত ১২ওভার শেষে ৭৫রানে টার্গেট দেয় কুমিল্লা ওয়ারিয়স। ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ওভার শেষে ৬০রান করে সিলেট টানডার।ফলে ১৪রানে জয় লাভ করে কুমিল্লা ওয়ারিয়স এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আজম খান।
উক্ত খেলার শেষে কাওয়ালী গানের আয়োজন করা হয়। এতে আনন্দে মেতে উঠে BPL এর ছয়টি দল।