জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হল নুর পাড়া ক্রিকেট প্রিমিয়ার লীগ(NPL)এর ৫ম আসর

এইচ,এম,জাহেদ ঃ আনোয়ারা উপজেলার অর্ন্তগত বটতলী মরহুম সাঁচি মিঞা স্মৃতি সংঘের কতৃক আয়োজিত ৫ম বারের মত নুর পাড়া ক্রিকেট প্রিমিয়ার লীগ (NPL)এর ক্রিকেট টুনার্মেন্টে গতকাল বিকাল ৩ ঘটিকায় বটতলী ফকির মুড়া মাঠে শুভ সূচনা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক জনাব আবুল কালাম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ,আনোয়ারা উপজেলা বঙ্গবন্ধু আদর্শ ঐক্য পরিষদ,র সভাপতি মোঃ নুরুল ওয়াহিদ সেলিম,নকশী ফ্যাশন এর কর্ণধার মুহাম্মদ খোরশেদ আলম, রূপসী বাংলার কর্ণধার আব্দুল্লাহ নাছির (মিন্টু), নিঝুম কালেকশন এর কর্ণধার মুহাম্মদ শাহাব উদ্দিন (সাইফুল) এবং স্টুডিও কাকলীর কর্ণধার আতিকুর রহমান ইমরান

উক্ত টুনার্মেন্টে ৫টি দল অংশগ্রহণ করে(নুর পাড়া হিট,নুর পাড়া ইলেভেন থান্ডার,নুর পাড়া লাল সবুজ,কিংস ইলিভেন নুর পাড়া,নুর পাড়া টাইটান্স।

উক্ত টুনার্মেন্টে আজ উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নুর পাড়া লাল সবুজ বনাম নুর পাড়া ইলেভেন থান্ডার।

উক্ত উদ্বোধনী খেলায় নুরপাড়া লাল সবুজ ক্রিকেট একাদশ কে ৪২ রানে হারিয়ে আসরে ১ম জয়ের শুভ সূচনা করে নুরপাড়া ইলেভেন থান্ডারস।

৪২ রান নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় থান্ডারস এর অধিনায়ক আরজু

খেলা পরিচালনা করেন মোঃ রাসেল ও মেরুন ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোঃ সাজ্জাদ।

নুর পাড়া প্রিমিয়ারলীগ আয়োজনে এই টুর্নামেন্টে এর সার্বিক সহযোগিতায় ছিলেন ওয়াসি ডেইরি ফার্ম,
এন পোলট্রি, রূপসী বাংলা, নকশী ফ্যাশন,নিঝুম কালেকশন,শাহ মোহছেন আউলিয়া অটো রাইচ মিল,কটন ভিউ, ষ্টুডিও কাকলী।

Related posts