জমতে শুরু করেছে আনোয়ারার বিখ্যাত “ভেন্ডি বাজার”

 

ছবি ও রিপোর্ট
সালাউদ্দিন সাকিব

সারা আনোয়ারা
২৩-০৩-২০১৯

প্রতি বছরের ন্যায় এই বছরও শুরু হয়েছে আনোয়ারা থানার বটতলী ইউনিয়ের আইরমঙ্গল গ্রামের মৌসুমি সবজি বাজার (ভেন্ডি বাজার)।

প্রতি বছর মার্চ মাস থেকে এই বাজার শুরু হয়ে মে মাস পর্যন্ত স্থায়ী থাকে, সাধারণত ভেন্ডি(ঢেড়ঁস) বাজার হিসাবে পরিচিত হলেও হরেক রকম শাক-সবজি এখানে পাওয়া যায় যেমনঃবেগুন,বরবটি,লাউ, টমেটো, মিষ্টি কুমড়াসহ বিভিন্ন সবজি ও মাছ, মাংস।

সূর্য উঠার আগে থেকে পাশ্ববর্তী গ্রাম বরুমচড়া,বটতলী,খুরুস্কুল, বরৈয়া,জুইদন্ডীসহ দূরদূরান্ত থেকে নানা রকম শাক-সবজি নিয়ে কৃষকরা এবং বিভিন্ন জায়গা থেকে পাইকারি ক্রেতারা এসে জমায়েত হন।

প্রতিদিন এই বাজার থেকে (প্রায়) ১০-১৫ টন সবজি পাইকারি ক্রেতারা কিনে নিয়ে যায় চট্টগ্রামসহ বিভিন্ন বড় বড় বাজারে।

কৃষকদের মধ্যে মোঃজসিম সারা আনোয়ারা প্রতিনিধিকে বলেন, আমাদের এলাকার মাটি বিভিন্ন সবজি উৎপাদনের জন্য উপযোগী, যার কারণে আমাদের এখানে সবজির ভাল ফলন হয় এবং এখানে (ভেন্ডি বাজারে) আমরা সবজির ভাল বাজারমূল্য পায় তাই আমরা এখানে সবজি বিক্রি করতে আসি।

পাইকারি ক্রেতা মো: ইলিয়াস বলেন, এখানের যোগাযোগ ব্যবস্থা ভাল,বিভিন্ন রকম সবজি টাটকা এবং তুলনামূলক কম টাকায় ক্রয় করতে পারি যার কারণে আমি প্রতিবছর এই বাজারে সবজি কিনতে আসি।

আইরমঙ্গল ভেন্ডিবাজার আশা করি আনোয়ারা ছাড়িয়ে অদূর ভবিষ্যতে দেশের সবজির চাষীদের বড় একটি বিকিকিনির বাজারে পরিণত হবে।

Related posts

Leave a Comment