মোহাম্মদ নেজাম উদ্দিনঃ সারাদেশ ব্যাপি জাতীয় জলাতঙ্ক নির্মুল কর্মসূচি ২০২০শে ব্যাপক হারে কুকুরকে জালে আটকিয়ে টিকা দেওয়া হচ্ছে। এরই অংশ বিশেষ হিসেবে আনোয়ারা উপজেলার ১১ টি ইউনিয়নে ১৫ মার্চ রবিবার শুরু হয়েছে গণহারে কুকুর কে টিকাদান কর্মসূচি।
উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নে ১৬ মার্চ সোমবার সকালে এভাবেই টিকা দিতে দেখা যায়। ৫দিন ব্যাপি এই অভিযান শুরু হয়েছে গত ১৫ মার্চ রবিবার তা শেষ হবে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার। টিকাদান কর্মসূচিতে দেখা যায়, কুকুরকে একটি লোহার রর্ডের তৈরি হাতলে নেট জালে আবৃত ঠিক মাছ ধরা ফাদের মতো করে কুকুরকে গণহারে টিকা দেওয়া হচ্ছে।
বিভিন্ন জায়গাতে আলাদা আলাদা ফাদে কুকুরকে আটকিয়ে গণহারে জলাতঙ্ক প্রতিশেধোক টিকা দেওয়া হয়। টিকাদান শেষে কুকুর দের চিন্হিত করনের জন্য গায়ে লাল রং লাগানো হচ্ছে। এতে অংশগ্রহণ করেন, স্পেশাল ডগ- ক্যাচার, লোকাল ডগ-ক্যাচার, দক্ষ ডগ-ক্যাচার, ভ্যাকসিনেটর, এমডিভি সার্ভেয়ার পোর্টার পদবী ধারী ব্যাক্তিরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এ মনিটরিং টিমের সমন্বয়কের দায়িত্বে আছেন।
উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সূত্রে জানায়, দেশকে জলাতঙ্কমুক্ত করার লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় যৌথভাবে জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি হাতে নেয়।
ব্যাপকহারে কুকুরের টিকাদানে ২০৩০ সালের আগেই দেশ থেকে জলাতঙ্ক নির্মূল করতে উচ্চআদালতের নির্দেশনা অনুযায়ী সারাদেশে কমপক্ষে তিন রাউন্ড টিকা দিয়ে জলাতঙ্ক নির্মূলের উদ্দেশ্য পূরণ করা।
জলাতঙ্ক নির্মূলে আনোয়ারাতে কুকুরকে টিকাদান
