জানালায় বাতাস আসে না, তাই প্রতিবেশীর দেয়াল ভেঙে দিলেন প্রভাবশালী!

নিজস্ব প্রতিনিধি
সারা আনোয়ারা।

ঘরের জানালা দিয়ে বাতাস না আসায় প্রতিবেশীর পাকা দেয়াল ভেঙ্গে দেয়ার অভিযোগ উঠেছে সাবেক সরকারি কর্মকর্তা একজন প্রভাবশালীর বিরুদ্ধে।

আনোয়ারা উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভূক্তভোগী আব্দুল্লাহ সিকদার (৫০) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

অভিযোগ ও সরেজমিন পরিদর্শনে দেখা যায়,বটতলী ইউনিয়নের পূর্ব ররৈয়া গ্রামের আব্দুল্লাহ সিকদার ও অভিযুক্ত গিয়াস উদ্দিন উভয়ে প্রতিবেশী।

গিয়াস উদ্দিন নিরাপত্তাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সদস্য। তিনি অনেক আগে তার ভিটেতে দ্বিতল ভবন নির্মাণ করেছেন। কিন্তু ঘরের পাশে পর্যাপ্ত জায়গা রাখেননি। বর্তমানে আব্দুল্লাহ সিকদার নিজের ভিটেতে ঘর নির্মাণ করতে গেলে জানালা দিয়ে বাতাস না আসার অজুহাত তুলে বাধা দেয় গিয়াস উদ্দিন।

এসময় দুই পক্ষ কথাকাটাকাটিও হয়। পরে গিয়াস উদ্দিন ও তার ভাই মিলে জোরপূর্বক নির্মানাধীন পাকা দেয়াল ভেঙ্গে দেয়।

অভিযোগকারী মোঃ আবদুল্লাহ জানান,একসময় আমি খুবই অসহায় ছিলাম,তারা আমার জায়গাতে তাদের ঘরের জানালা অতিরিক্ত নির্মাণ করলে আমরা তখনি বাধা দিলেও বিচার পাইনি।

তিনি আরও জানান,আমার ছেলেরা প্রবাসে থাকায় তারা আমাকে সবসময় হত্যার হুমকি দেয়। পথের ধারে অনেক সময় মারধর করে এবং নিজেকে নিরাপত্তাবাহিনীর কর্মকর্তা বলে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।

এ ব্যাপারে অভিযুক্ত গিয়াস উদ্দিন জানান, দেয়াল দিলে আমার কোনো অসুবিধা নাই। দেয়াল দিয়ে আমাদেরকে ঠেকানোর কথা বলায় আমরা রাগের মাথায় দেয়াল ভেঙ্গে দিয়েছি।

আনোয়ারা থানার এ এস আই নয়ন বলেন, পূর্ব বরৈয়ায় প্রতিবেশীর দেয়াল ভেঙ্গে দেয়ার একটি অভিযোগ পেয়েছি। আমরা উভয় পক্ষকে থানায় ডেকেছি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Related posts