খেলা ডেস্ক
সারা আনোয়ারা।
ব্রাজিলে ৪৭ তম কোপা আমেরিকার আসর বসছে আজ থেকে আজ বিগত রাত ৩ টায় বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল বনাম ভেনেজুয়েলার ম্যাচের মাধ্যমে পর্দা উঠবে এবারের কোপা আমেরিকার।
উল্লেখ্য ২০২০ এ কোপা আমেরিকা হওয়ার কথা থাকলেও করোনার প্রভাবে একবছর পিছিয়ে আজ থেকে শুরু হবে এছাড়া কোপা আমেরিকা প্রথমে হোষ্ট করার কথা ছিল আর্জেন্টিনা এবং কলম্বিয়ার বর্তমানে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ভেন্যু পরিবর্তন করে ব্রাজিলে নেওয়া হয়। দুটি গ্রুপে মোট ১০ টি দল গ্রুপ এ তে খেলবে আর্জেন্টিনা, উরুগুয়ে,চিলি,বলিভিয়া ও প্যারাগুয়ে অন্যদিকে গ্রুপ বি তে আছে স্বাগতিক ব্রাজিল,কলম্বিয়া,একুয়েডর,ভেনেজুয়েলা এবং পেরু।
৪৬ বারের টুর্নামেন্টে সবচেয়ে ১৫ বার এই শিরোপা জেতে উরুগুয়ে ১৪ টি শিরোপা নিয়ে দ্বীতিয় সফল দল আর্জেন্টিনা এছাড়া গতবারের চ্যাম্পিয়ন ব্রাজিল জিতেছে ৯ টি শিরোপা এছাড়া চিলি ও পেরু ২ বার এবং কলম্বিয়া জিতে ১ বার কোপা আমেরিকা।
এছাড়া আরও একটি ম্যাচ অনুষ্টিত হবে ভোর ৬ টায় কলম্বিয়া বনাম একুয়েডর এর মধ্যে
কোপা আমেরিকার সব ম্যাচ সরাসরি সম্প্রচার করবে সনি টেন ২ এবং যারা মোবালে দেখতে চান তারা প্লে ষ্টোর বাংলাদেশি বিনগে এপটি ডাউনলোড করে দেখতে পারবেন।