পতেঙ্গায় এমটি ইরামতি তেলের জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ২: আহত ৩

নিজস্ব প্রতিনিধি: পতেঙ্গায় কর্ণফুলী নদীর ৯ নম্বর জেটিতে সুপার রিফাইনারি’র রিক্রুট অয়েল বহনকারী ‘এমটি ইরামতি’ নামের অয়েল ট্যাংকারে অগ্নিকাণ্ডে ২ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে এ সময় জাহাজের শ্রমিক আবু সুফিয়ান (৪৭), সাহাবুদ্দিন (৬০) ও মনির হোসেন (৩৪) দগ্ধ হন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটে বলে জানান চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস। জানা যায়, জাহাজের ইঞ্জিন রুমের ওয়েল সেকশন পাম্পে ইলেকট্রনিক্স শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, আহত অবস্থায় সকাল পৌনে ৯টার দিকে তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে ভর্তি করে দেন। আহতদের মধ্যে মনির হোসেনের অবস্থা আশঙ্কামুক্ত হলেও আবু সুফিয়ান এবং সাহাবুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

Related posts