পাবনার অপহৃত স্কুল ছাত্রী আনোয়ারায় উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক :পাবনা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে ৬ দিন পর চট্টগ্রাম আনোয়ারা চাতরী এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব -৭। এসময় এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুর ১টার দিকে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব – ৭ এর সিনিয়র সহকারী পরিচালক( মিডিয়া) নুরুল আবছার।

উদ্ধারকৃত স্কুল ছাত্রী পাবনা সদরের বাসিন্দা ও দশম শ্রেণির ছাত্রী।

গ্রেফতারকৃতরা হলেন – মোঃ ইসমাইল কাজী (১৯) ও তার পিতা মোঃ ইউনুস কাজী‌(৪৫) এবং মোঃ আব্দুল মান্নান কাজ‌ী‌ (৪৮)।

অপহৃতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারী বিকেলে ওই ছাত্রী প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়। ভিকটিম প্রাইভেট শেষ করে বাড়িতে ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায়নি। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা শরিফুল ইসলাম পাবনা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পরবর্তীতে ওই ছাত্রীর বাবা মোঃ শফিকুল ইসলাম তার নিখোঁজ নাবালিকা মেয়েকে উদ্ধারের জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম বরাবর একটি আবেদন করে।

ঘটনার ১৯ দিন পর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব- ৭ এর একটি টিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারী ৩ জনকে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related posts