মোহাম্মদ নেজাম উদ্দিনঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) চট্টগ্রাম জেলা পর্যায়ে হাটহাজারী ও পটিয়া উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
আজ ২৭ জুন রবিবার চট্টগ্রাম এম,এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত বালক গ্রুপের ফাইনালে হাটহাজারী উপজেলা টাইব্রেকারে ৫-৪ গোলের ব্যবধানে বাঁশখালী উপজেলাকে পরাজিত করে।
অপরদিকে, বালিকা গ্রুপের ফাইনালে পটিয়া উপজেলা টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে রাউজান উপজেলার বিরুদ্ধে জয়লাভ করে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে চ্যাম্পিয়ন দল দুটিকে দশ হাজার টাকা এবং রানার্স আপ দল দুটিকে পাঁচ হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন চ্যাম্পিয়ন দলগুলোর প্রত্যেককে পাঁচ হাজার টাকা এবং রানার্স আপ দলগুলোর প্রত্যেককে তিন হাজার টাকা করে অর্থ পুরস্কার প্রদান করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের সভাপতিত্বে এবং সিজেকেএস কার্যনির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানের মঞ্চে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ¯^) মোহাম্মদ নাজমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার আফরোজুল হক টুটুল, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: সাইদুজ্জামান চৌধুরী, হাটহাজারী উপজেলা চেয়ারম্যান রাশেদুল আলমসহ সিজেকেএস কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বঙ্গবন্ধু গোল্ডকাপে হাটহাজারি উপজেলা ক্রীড়া সংস্থার খেলোয়াড় মোঃ জামসেদ সেরা খেলোয়াড় ও ওসমান গনি সেরা গোল দাতা নির্বাচিত। বঙ্গমাতা গোল্ডকাপে
পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার অধিনায়ক অন্তু দে সেরা খেলোয়াড় এবং আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অধিনায়ক ফাহিমা সুলতানা রিমা সেরা গোলদাতা নির্বাচিত হয়েছে।