মোহাম্মদ রাসেল
রিপোর্টার ও সদস্য
সারা আনোয়ারা
১২-১১-২০১৮
গতকাল রবিবার আনোয়ারা থানার অন্তগত বন্দর কমিউনিটি সেন্টার মাঠে বন্দর কমিউনিটি সেন্টার ব্যাবসায়ী সমিতির উদ্যোগে এক আজিমুশশান ঈদে মিলাদুন্নবী(সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্তিত ছিলেন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মকবুল আহমদ ওয়াজেদী
প্রতিষ্ঠাতাঃহযরত শেরে বাংলা (রহঃ)স্মৃতি সংসদ বৈরাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা,প্রখ্যাত আলোচক- ড. আল্লামা সৈয়দ মুহাম্মদ এরশাদ আহম্মেদ অাল বুখারী ,প্রতিষ্ঠাতা ও পরিচালকঃইসলামী রিসার্চ সেন্টার- দিনাজপুর। প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত মিডিয়া ব্যক্তিত্ব মুফাছিরে কোরআন মুনাজেরে আহলে সুন্নাত হযরাতুল আলহাজ্ব মাওলানা ওসমান গণি ছালেহী আরবি প্রভাষক দারুল নাজাত কামিল মাদরাসা,ঢাকা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মাদ সোলায়মান আলী রজভী,
চেয়ারম্যানঃ- আশরাফিয়া আলীয়া রিজভীয়া ফাউন্ডেশন বাংলাদেশ। বিশেষ বক্তা হিসেবে আর ও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ নুরুজ্জামান আলকাদেরী খতিবঃ রেলওয়ে কলোনী জামে মসজিদ, আগ্রাবাদ।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মাদ শহিদুল ইসলাম আল কাদেরী,
খতিব ১নং বৈরাগ ইউনিয়ন শাহী জামে মসজিদ এতে আরও বহু ওলামাই ক্বেরাম আগমন করেন।
বক্তরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আগমনে ও ইসলামের ভ্রাতৃত্ব বোধ নিয়ে বিশদ আলোচনা করে সবশেষে বন্দর কমিউনিটি সেন্টার ব্যাবসায়ীদের ও সকল জনসাধারণ এর সার্বিকভাবে সহযোগিতার জন্য দোয়া কামনা করে মোনাজাত এর মাধ্যমে উক্ত মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।