বরুমচড়ার প্রধান স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা বন্ধ , অভিযোগ রোগী যাওয়ার মতো নেই রাস্তা

মনজুর আলম,
রিপোর্টার ( সংবাদ),
এবং সদস্য ( সংগঠন),
সারা আনোয়ারা
আনোয়ারা উপজেলার ৫নং বরুমচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ২০০২ সালে ৪ঠা সেপ্টেম্বর বরুমচড়ার প্রধান স্বাস্থ্য  কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়েছিল।
একটা সময় এখানে নিয়মিত রোগী কে বিনামূল্য ঔষুধ চিকিৎসা সেবা দেয়া হত। কিন্তু সময়ের পরিবর্তনে ডাক্তার না আসার কারনে এবং যাওয়ার মতো রাস্তা না থাকায় , দিনে দিনে বন্ধ হয়ে যাচ্ছে এ স্থাস্থ্য  কমপ্লেক্স ।
সূত্র মতে এখানে ১ বছর ধরে কোন ডাক্তার আসেন না।
এ বিষয় নিয়ে সারা আনোয়ারা প্রতিনিধি জানতে চাইলে স্থানীয় নুরুল আমিন বলেন, “এ স্থাস্থ্য  কমপ্লেক্স আমাদের ইউনিয়নের জন্য গর্ব করার মতো ছিলো অনেক মহিলা রোগীর সেবা দিতো ফ্রি এখানে নিয়মিত ডাক্তার আসতো তখন রোগীর ভীড় ছিলো কিন্তু এক বছর পর্যন্ত ডাক্তার আসতেছেনা এই স্বাস্থ্য  কমপ্লেক্সে ।   তিনি আরো বলেন, “এই স্বাস্থ্য কমপ্রেস জায়গা নিয়ে ঝামেলা আছে যার কারনে আজ স্বাস্থ্য কমপ্রেস সেবা বন্ধ”।
রাবিয়া খাতুন বলেন, “এ মেডিকেলত ত্তুন আর মেয়ের লেই বত ঔষুধ টিয়া ছাড়া এনে পায় আজিয়ে বতদিন লত মেডিকেলে ডাক্তার ন আইয়্যির কিল্লা ন আইয়্যির বুঝিত ন পারির এন্ডে বত দুরত্তুন দুরত্তুন রোগী আইসতু লাইন ধরি তহো পইরতু ঔষধের লেই”।
বিলকিছ আক্তার বলেন, “অনেক বার স্বাস্থ্য  কমপ্লেক্স   গিয়ে ফেরত আসলাম কি হলো এই মেডিকেলের কি জন্য আসতেছেনা ডাক্তার তা আমাদের অজানা”।
উক্ত স্থাস্থ্য কমপ্রেস প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেন, “এ স্থাস্থ্য  কমপ্লেক্স   ডাক্তার আসতে না চাওয়ার প্রধান কারন সড়ক নেই ডাক্তার, রোগী,গাড়ীর পার্কিং সু ব্যবস্থা নেই”। তিনি আরো বলেন, “এ সড়কটি সংস্কার করার জন্য ৫নং বরুমচড়ার ইউনিয়নের প্রতিনিধি কে জানানো হলে তারপরেও এ সড়কটির কোনো সংস্কার করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে না এছাড়া পাশের জমির মালিক সড়কের জন্য রাস্তা দিতে নারাজ যার কারনে আজ এই স্বাস্থ্য  কমপ্লেক্স   সেবা বন্ধ হয়ে আছে”।
৫নং বরুমচড়া ইউনয়ন চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী কাছে জানতে চাইলে তিনি আমাদের বলনে, “আমি মানুষের সেবার জন্য সড়কের বেহাল দশা দেখে সংস্কার উদ্যেগ নিয়ে থাকলে প্রতিষ্ঠাতা আবদুস সালাম আমাকে জমির ঝামেলার জন্য সংস্কার না করার জন্য বলেন। যার কারনে আমি এ সড়কটি সংস্কার করতেছিনা যদি জায়গার সমস্যাটা সমাধান হয় তাহলে অতিদ্রুত সংস্কার করা হবে”।
এ স্বাস্থ্য কমপ্রেস জায়গা জমিনের সমস্যা সমাধান পর অতিদ্রুত সড়ক মেরামত করে পূনরায় সেবা দেওয়া চালু করার জন্য এলাকাবাসীর এটি চাওয়া ।

Related posts

Leave a Comment