বারশতের ৭নং ওয়ার্ডে অগ্নিকান্ডে সর্বহারা ৩ টি পরিবার
মহিউদ্দীন মনজুর
সারা আনোয়ারা
১৭/০৭/১৯
গতকাল ১৬ জুলাই মঙ্গলবার রাত ৩ টার দিকে আনোয়ারা উপজেলার ২নং বারশত ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের গুন্দ্বীপ মাষ্টার ধনবন্ধু নাথের বাড়ীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জগদীশ চন্দ্র নাথের রান্নঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। এলাকাবাসীর চেষ্টাতে প্রায় ২ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৫ টার দিকে এসেছিল বলে জানা যায়।
তিন পরিবারের সবকিছু আগুন পুড়ে ছাই হয়ে গেছে। নগদ ১০ লক্ষ টাকা সহ ১০ ভরি স্বর্ণ, আসবাবপত্র ,ফ্রিজ টিভি,ফ্যান,বাই সাইকেল, গবাদিপশু ইত্যাদি পুড়ে গেছে যার মুল্য ৩০ লক্ষ টাকা প্রায়।
ক্ষতিগ্রস্তরা হলেন ১.জগদীশ চন্দ্র নাথ(৪৮)-পিতা,ননী গোপাল নাথ। ২. সুবত রঞ্জন নাথ(৬৫)-পিতা মাষ্টার ধনবন্ধু নাথ। ৩.পরিতোষ নাথ-পিতা মাষ্টার ধনবন্ধু নাথ।