নিজস্ব প্রতিনিধি
সারা আনোয়ারা।
ইতালী বনাম তুরস্কের ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের দ্বীতিয় বৃহত্তম ফুটবল টুর্নামেন্ট উয়েফা ইউরো ২০২১ এর টুর্নামেন্ট টি ২০২০ এ অনুষ্টিত হওয়ার কথা থাকলেও করোনার কারনে এক বছর পিছিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে ২৪ টি দল ৬ টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। বর্তমান চ্যাম্পিয়ন ফর্তুগাল,রানার আপ ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স,স্পেন,জার্মানি,ইংল্যান্ড,ন্যাদারল্যাড,ইতালী বেলজিয়াম, ক্রোয়েশিয়া মত শক্তিশালী দল গুলো একে অপরের লড়াই দেখতে চলেছে কোটি ফুটবল ভক্ত। বর্তমান করোনার পরিস্থিতির কারনে নির্দিষ্ট কোনো ভেন্যুতে সব ম্যাচ অনুষ্টিত হবে না ইউরোপের ভিবিন্ন ষ্টেডিয়ামে ম্যাচ অনুষ্টিত হবে।আজ রাত ১১:০০ টায় ইতালীর রোমার হোম ভেন্যু স্তাদিও অলিম্পিয়াকোতে তুরস্কের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ইতালী উয়েফা ইউরোর সব ম্যাচ দেখবে সনি স্পোর্টস চ্যানেলে