মাদকের বিরুদ্ধে সারা’র অারেকটা বিজয়

 

নিজস্ব প্রতিবেদক
সারা আনোয়ারা
৩০-১১-২০১৮

ভিংরোল মরহুম খায়ের আহম্মেদ স্মৃতি ক্রিকেট টূর্ণামেন্ট কতৃর্ক আয়োজিত শর্টপিচ ক্রিকেট টূর্ণামেন্ট মাহাতা ক্রিকেট একাদশ কে ৬ উইকেট হারিয়ে সারা আনোয়ারা ২য় রাউন্ডে উঠার গৌরব অর্জন করে।

টস জিতে মাহাতা ক্রিকেট একাদশ সারা অানোয়ারা ক্রীড়া চক্রকে ফিল্ডিং এর অামন্ত্রণ জানান।
ব্যাট করতে নেমে প্রথম ওভারের প্রথম বলে অারফাতকে বোল্ড করে শুভ সূচনা করেন সারা ক্রীড়া চক্ররের বোলার সজীব। পর পর একই ওভারে তিন উইকেট শিকার করে মাহাতা ক্রিকেট একাদশের ব্যাটিংয়ে ধস নামান সজীব। মাত্র ১৮ রানে মাহাতা ক্রিকেট একাদশকে গুটিয়ে দিয়ে
জবাবে সারা ক্রীড়া চক্র তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর ফেলে।

সারা ক্রীড়া চক্রের সজীব ৬ উইকেট পেয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

Related posts

Leave a Comment