মেসি ই সেরাদের সেরা, ধারে কাছে নেই কেউ !

খেলা ডেস্ক – ভার্জিনল ভ্যান ডাইক ও ক্রিশ্চিয়ানো ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ২০১৫ সালের পর ৬ষ্ঠ বারের মতো”ফিফা দ্যা বেষ্ট”এ্যাওয়ার্ড জিতলেন বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।

বিশ্বের সব জাতীয় ফুটবল দলের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক ও সমর্থকদের ভোটে মৌসুমের সেরা হলেন লিওনেল মেসি, পেলেন ফিফার দ্য বেস্ট’ এ্যাওয়ার্ড।

গোটা মৌসুমে ৫১ ম্যাচ খেলে ৫০ গোল করেছেন, লা লিগা ও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন এই ক্ষুদে জাদুকর।

গতকাল ২৩ সেপ্টেম্বর রাতে ইতালির মিলানে অপেরা হাউজ লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ফিফা এই বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে গত ৩১ জুলাই ১০ জনের তালিকা প্রকাশ করেছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি। তা থেকে গত ২ সেপ্টেম্বর তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

বর্ষসেরা কোচ হয়েছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ।

বর্ষসেরা পুরুষ গোলরক্ষক হয়েছেন অ্যালিসন বেকার।

বর্ষসেরা নারী গোলরক্ষক হয়েছেন সারি ফন ভিনেনডাল।

সেরা নারী কোচ হয়েছেন যুক্তরাষ্ট্রের জিল এলিস।

ফিফা সেরা একাদশ –

গোল রক্ষক – এলিসন বেকার
ডিফেন্স – সার্জিয়ো রামোস , ভ্যান ডাইক, ডি লাইট , মার্সেলো,

মধ্যমাঠ – লুকা মড্রিস , ডি ইয়ং , হ্যাজার্ড

ফরোয়ার্ড – এমবাপ্পে, রোনালদো , মেসি।

এবারের অনুষ্ঠানটি পরিচালনা করেন রুড গুলিত ও ইলারিয়া আমিকো।

Related posts