নিজস্ব প্রতিবেদক
সারা আনোয়ারা
২৩ জুলাই ‘২১ ইং শুক্রবার
ঈদের ছুটি শেষে সারা দেশে আবার শুরু হয়েছে ভাইরাস নিয়ন্ত্রণের কঠোর বিধিনিষেধ; যানবাহন চলাচল বন্ধ থাকায় শুক্রবার ছুটির দিনে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার রাস্তাঘাট অনেকটাই ফাঁকা।
সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, অ্যাম্বুলেন্স, পণ্যবাহী কিছু বাহন ছাড়া চলছে শুধু রিকশা আর ভ্যান। তবে রিকশার সংখ্যাও অন্য দিনের তুলনায় কম।
উপজেলার ডাকপাড়া, মিয়ারহাট,বড়উঠান রাস্তার মাথা, ফাজিল খাঁর হাট,ফকিরনীর, ক্রসিং, কলেজ বাজার, মইজ্জ্যার টেকসহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে এমন চিত্র।
ভোর ৬টা থেকে শুরু হওয়া এই ‘কঠোর লকডাউনে’অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হতে নিষেধ করা হয়েছে। বিধিনিষেধ মানাতে পুলিশ, র্যাব, বিজিবির সঙ্গে সেনাবাহিনীও মাঠে আছে।
শপিংমল, মার্কেটসহ সব ধরনের দোকানপাট বন্ধ। জরুরি সেবার দপ্তর বাদে অফিস-আদালত আর শিল্পকারখানাও বন্ধ রাখা হয়েছে। ৫ অগাস্ট মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।
তবে কোরবানির পশুর চামড়া সংশ্লিষ্ট খাত, খাদ্যপণ্য এবং কোভিড-১৯ প্রতিরোধে পণ্য ও ঔষধ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান বিধিনিষেধের আওতায় বাইরে থাকছে। পাশাপাশি রোববার থেকে সীমিত পরিসরে চলবে ব্যাংকিং কার্যক্রম।