লবণের পানিতে পিচ্ছিল পিএবি সড়ক; কার ও সিএনজির সংঘ*র্ষে নিহ*ত ১

আরিফ হোসেন মানিক
সারা আনোয়ারা

আনোয়ারা – বাঁশখালী সড়ক যেন এক মৃ*ত্যুফাঁদ। প্রতিনিয়ত ঘটে চলছে কোনো না কোনো অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘ*টনা। চালকের বেপরোয়া আচরণ, লাইসেন্সবিহীন অদক্ষ চালক, অসাবধানতা দুর্ঘট*নার কারণ বলে সজ্ঞায়িত করলেও এবার লবণের গাড়ি থেকে নিঃসৃত পানিতে পিচ্ছিল সড়কই দুর্ঘটনার অন্যতম কারণ বলছেন জনসাধারণ।

আজ ১০ই ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১১টার দিকে আনোয়ারা- বাশঁখালী সড়কের বরুমচড়া রাস্তার মাথা সংলগ্ন এরিয়ায় কার ও সিএনজির সংঘ*র্ষের ঘটনা ঘটে। এতে মো. নাজির (৩৫) নামে এক ব্যক্তি নিহ*ত হয়।

জানা যায়, নিহ*ত মো. নাজির (৩৫) উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরী এলাকার মো. মালেকের ছোটো ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে এসে সিএনজিকে ধা*ক্কা দিয়ে পালিয়ে যায়। তখন সিএনজিতে থাকা সব যাত্রীই আহ*ত হলেও গুরুতর আহ*ত হওয়া মো. নাজিরকে নিয়ে আমরা আনোয়ারা হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক অপারগতা প্রকাশ করে তৎক্ষনাৎ চট্টগ্রাম মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃ*ত বলে ঘোষণা করেন।

পিএবি সড়কে চলাচলকারী পথচারীরা বলেন, ইদানিং এই সড়কে দুর্ঘ*টনা বেশি হচ্ছে। যার অন্যতম প্রধান কারণ বাঁশখালী ও মহেশখালী হতে আসা শহরগামী লবণের ট্রাক থেকে নিঃসৃত পানিতে পিচ্ছিল সড়ক। তারা আরো বলেন, লবণের পানিতে পিচ্ছিল হয়ে যাওয়ায় কিছুদিন আগেও নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকটি দুর্ঘ*টনা ঘটে এবং জমির উদ্দিন নামের এক ব্যক্তিও নিহ*ত হন। এই ব্যাপারে আমাদের সবারই সচেতন হতে হবে। এবং এই ব্যাপারে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করবে আমরা আশাবাদী।

Related posts