শ্রদ্ধা ও ভালবাসায় আখতারুজ্জমান চৌধুরী বাবুর ৮ম মৃত্যু বার্ষিকী পালিত

মোহাম্মদ নেজাম উদ্দিন ঃ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের মরহুম সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৮ম মৃত্যু বার্ষিকী শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হয়েছে।

৪ঠা নভেম্ভর আনোয়ারা উপজেলায় মরহুমের নিজ বাড়ি হাইলধর গ্রামের পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন তার সুযোগ্য পুত্র ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তাদের প্রয়াত নেতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।

উল্লেখ্য, আখতারুজ্জামান চৌধুরী বাবু ১৯৪৫ সালের ৩রা মে চট্টগ্রামের আনোয়ারা থানার হাইলধর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহন করেন। চট্টগ্রাম জেলা আওয়ামীলীগের এই সাবেক সভাপতি চারবার সাংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। নবম জাতীয় সংসদে তিনি ছিলেন পাট ও বস্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। ২০১২ সালের ৪ নভেম্ভর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Related posts