ইলিয়াছ দিদার ।। আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী হাট হতে দোভাষী বাজার যাতায়াতের সড়কটির বেহাল দশা জনগণের দুর্ভোগের কোন শেষ নেই। প্রায় ৬-৭ বছর ধরে এই সড়কটির বেহাল দশায় পরিণত হয় তবুও ইউনিয়ন প্রতিনিধিদের কোন খবর নেই। জনগণ তাদের কাছে প্রশ্ন করলে বারবার তারা আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু কাজের কোন নিশানা নেই।
অথচ দৈনিক হাজার হাজার মানুষের যাতায়াত করতে হয় এই রাস্তা দিয়ে। স্কুল মাদ্রাসা পড়ুয়া হাজারো শিক্ষার্থীর যাতায়াতের পথও এই সড়কটি।
রোদের দিনে কোনভাবে চলাচল করা গেলেও হাল্কা বৃষ্টি হলেই কাঁদা আর পানিতে তলিয়ে যাই সড়কটি।এমনকি চলাচলের জন্য কোন প্রকার যানবাহন পাওয়া যায় না।
স্থানীয় জনসাধারণ ইউনিয়ন চেয়ারম্যান জনাব জানে আলম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলেন- এই বর্ষা প্রায় শেষের দিকে, বর্ষা শেষেই এই সড়কটির কাজ শুরু করার আহ্বান জানান এবং মজবুত ও টেকসই একটি সড়ক নির্মান করে এলাকাবাসীকে এই দুর্ভোগ দুর্দশা থেকে মুক্ত করার আহ্বান জানান এলাকাবাসী।