সালাউদ্দিন সাকিব | | আনোয়ারা থানার বটতলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডটি আইরমজ্ঞল গ্রাম। এখানে সকালে বসে আনোয়ারার সবচেয়ে বড় সবজির বাজার, যেটি ভেন্ডিবাজার নামে পরিচিত।
বছরের প্রায় ( ফেব্রুয়ারি – মে) প্রতিদিন সকালে এই বাজারে সকল ধরনের সবজির পাইকারি বেচা বিক্রি হয়ে থাকে। পাশ্ববর্তী গ্রাম বরুমচড়া, বরৈয়া ,খুরুস্কুল, জুঁইদন্ডী সহ দূরদূরান্ত থেকে কৃষকরা ভোরে বেন্ডি (ঢেঁড়স) সহ বিভিন্ন রকম শাক-সবজি নিয়ে পাইকারি বিক্রির উদ্দেশ্যে জমায়েত হয় এই বাজারে।
বেলা বাড়ার সাথে সাথে শহরের বিভিন্ন স্থান থেকে পাইকারি ক্রেতারা এসে প্রতিদিন কয়েক টন শাক-সবজি কিনে নিয়ে যায় চট্টগ্রাম সহ বিভিন্ন বড় বড় বাজারে।
পাইকারি ক্রেতা শহর আলী সারা আনোয়ারা বলেন, “অন্যান্য বাজার থেকে তুলনামূলক ভাবে এখানে দাম কম, যোগাযোগ ব্যবস্থা সুবিধা হওয়াতে বছরের পর বছর এখান থেকে সবজি নিয়ে সারা দেশে ব্যবসা করছি”।
বরুমচড়ার কৃষক সেলিম বলেন, ” আমরা মৌসুমে কয়েক কানি বেগুন সহ নানা সবজির চাষ করি। খুচরা বিক্রি করে আমাদের কুলায় না, তাই বড় ক্রেতার জন্য এখানে আসি”।
আইরমজ্ঞল ভেন্ডিবাজার আশা করি আনোয়ারা ছাড়িয়ে অদূর ভবিষ্যতে দেশের সবজির চাষীদের বড় একটি বিকিকিনির বাজারে পরিণত হবে।