স্পোর্টস ডেস্ক
সারা আনোয়ারা
২৬-০৪-২০১৯
সাম্প্রতিক এক জরিপে মেসিকেই সর্বকালের সেরা ক্রীড়াবিদ হিসেবে বেছে নিয়েছেন ক্রীড়াপ্রেমীরা।
ক্রীড়া বিষয়ক অনলাইন সংবাদ মাধ্যম ‘গিভমিস্পোর্ট’ এক জরিপের আয়োজন করে। পাঠকের ভোটে সর্বকালের সেরা বেছে নেওয়ার এই আয়োজনে বহু রথীমহারথীদের পেছনে ফেলে শীর্ষ স্থান দখল করে নেন বার্সেলোনা ও আর্জেন্টিনার তারকা ফুটবলার মেসি।
ইতিহাসের অন্যতম সেরা ক্রীড়াবিদ ও কিংবদন্তি মার্কিন মুষ্ঠিযোদ্ধা মোহাম্মদ আলী, টেনিস কিংবদন্তি রজার ফেদেরার, গলফের মহাতারকা টাইগার উডস, পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস হ্যামিল্টন, ফ্লয়েড মেওয়েদার, সেরেনা উইলিয়ামস, টেইলর, মাইকেল ফেলপস, টম ব্র্যাডি, মার্টিনা নাভ্রাতিলোভা, মাইকেল জর্ডান, লেব্রোন জেমস, মাইকেল শুমাখার, পেলে এদের সবাইকে পেছনে ফেলে মেসি সের হন।
মেসি ৫১ শতাংশ ভোট পেয়েছেন।