সাগরে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, জেলেদের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক ।। উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। গত দু’দিন ধরে গভীর সমুদ্র থেকে ইলিশবোঝাই ট্রলারগুলো আনোয়ারা উপকুলের গহিরার উঠান মাঝির ঘাট, বারউলিয়া, ছিপাতলী ঘাটে ফিরে আসতে শুরু করেছে। প্রত্যাশিত রুপালি ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে জেলে, আড়তদার ও মৎস্যজীবীদের মাঝে। স্থানীয় মৎস্য আড়ত ব্যবসায়ীরা ইলিশ সংগ্রহ করে পিকআপ ও ট্রাক বোঝাই করে দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করতে ব্যস্ত সময় কাটাচ্ছে। জেলেদের জালে ইলিশ ধরা পড়ায় উপকূলীয় জেলে পল্লী ও আড়তগুলোতে আনন্দের জোয়ার বইছে।

মৎস্য ব্যবসায়ীরা জানান, প্রতিটি ট্রলার ১০ থেকে ২০ লাখ টাকার ইলিশ বিক্রি করেছে। বর্তমানে স্থানীয় আড়তগুলোতে গ্রেড অনুযায়ী প্রতিমণ ইলিশ ৮ থেকে ২০ হাজার টাকা দরে বিক্রি করা হচ্ছে। গভীর সমুদ্রে জেলেদের সাইনজালসহ অগভীর জলে খুটা জালেও পর্যাপ্ত ইলিশ ধরা পড়ছে। গভীর সমুদ্র থেকে তীরে ফিরে আসা প্রতিটি ট্রলার অনেক পরিমাণে মাছ নিয়ে এসেছে। মৎস্য অধিদফতরের কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনায় ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, আনোয়ারা গহিরার বিভিন্ন মৎস্য অবতরণ ঘাট সংলগ্ন আড়তগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্ট শ্রমিকদের একদ- বিরাম নেই। দেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য সারি সারি পিকআপ ও ট্রাক অপেক্ষায় রয়েছে। এছাড়া দূরদূরান্তের পরিবহনের ছাদেও ককসিট বোঝাই করে ইলিশ বহন করতে দেখা গেছে।

গহিরা এলাকার জেলে আবদুল মোনাফ জানান, এভাবে মাছ ধরা পড়লে জেলেরা লাভের মুখ দেখবে বলে তিনি জানান।

আনোয়ারার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় , ১ কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ৪৫০-৫০০ টাকায়, ৫০০ গ্রাম ওজনের ইলিশ ৩০০-৩৫০ টাকায় এবং (২০০-২৫০) গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০-২৫০ টাকায় ৷ তবে বাজারভেদে দামের কিছুটা পার্থক্য লক্ষ্য করা গেছে ৷

উপজেলা মৎস্য কর্মকর্তা হুমায়ুন মুর্শেদ জানান, গভীর ও অগভীর সমুদ্রে অনেক ইলিশ ধরা পড়ছে। মৎস্য অধিদফতরের কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনায় (প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা, জাটকা সংরক্ষণ, জেলেদের ভিজিএফ/পুনর্বাসন) বিশেষ করে নৌবাহিনী, কোস্টকার্ড, পুলিশ, প্রশাসন ও জনগণের সহযোগিতায় দেশে ব্যাপকহারে ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে তিনি জানিয়েছেন।

সবমিলিয়ে জেলের ঘরে ঘরে ইলিশ ধরারে কেন্দ্র করে আনন্দের হাওয়া বইছে।

Related posts

Leave a Comment