সাদিও মানে – ২০১৯ সালের আফ্রিকান সেরা খেলোয়াড়

খেলা ডেস্ক –

গতকাল মঙ্গলবার মিশরের হুরগাদা শহরে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবলের অনুষ্ঠানে লিভারপুলে তার সতীর্থ খেলোয়াড় মোহাম্মদ সালাহ কে পেছনে ফেলে প্রথমবারের মতো এই পুরস্কারটি জিতেন সাদিও মানে ।

এল হাজী ডিউফের পরে আফ্রিকার বর্ষসেরা খেলোয়াড়ের পুরষ্কার জিতে মানে হলেন দ্বিতীয় সেনেগালিজ ফুটবলার।

তার ক্লাব লিভারপুলের সাথে ইউইএফএ (ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস) চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরে এবং সেনেগালকে আফ্রিকা কাপ অফ নেশনস ফাইনালে নেতৃত্ব দেওয়ার পরে সাদিও মানেকে ২০১৯ সালের আফ্রিকান খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে।

তৃতীয় হন আলজেরিয়া এবং ম্যানচেস্টার সিটির রিয়াদ মাহরেজ ।

গত মৌসুমে মানে ৩৪ গোল করেছিলেন এবং ৬১ ম্যাচে ১২ টি সহায়তা করেছেন।

Related posts