আনোয়ারায় রাতের আঁধারে মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি
সারা আনোয়ারা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই ব্যক্তির নাম শওকত আলী।

রবিবার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে উজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন বলেন, রাতের আঁধারে অবৈধ ফসলি জমির মাটি কাটায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ এর আলোকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে শওকত আলী নামে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related posts