নিজস্ব প্রতিনিধি
সারা আনোয়ারা
আনেয়ারায় স্বপ্নপথিক ডিভাইস সোসাইটির আয়োজনে প্রথমবারের মত শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি বিকালে সিংহরা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠেএই টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ঝিবাসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফারুক চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিংহরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আনন্দ মোহন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিংহরা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুনিরুল ইসলাম,সাংবাদিক খালেদ মনছুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিরোজ খান চৌধুরী,হানিফ মনছুর,মান্নান খান, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের সহ সভাপতি মো.ফয়েজ, এমদাদুল হক শাকিল,জমিরুল হক রুবেল প্রমুখ।
উদ্বোধনী খেলায় সিংহরা চির সবুজ ক্রিকেট একাদশ স্বপ্নযাত্রী ক্রিকেট একাদশকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় গুয়াপঞ্চক ক্রিকেট একাদশকে বারখাইন শাহ বখশি ক্রিকেট একাদশ পরাজিত করেন। টুর্ণামেন্টে ৩২ টি দল অংশগ্রহণ করেন।
প্রথম খেলায় ম্যাচ সেরার পুরষ্কার পান চির সবুজ ক্রিকেট একাদশের খেলোয়ার খলিলুর রহমান।