নিজস্ব প্রতিবেদক
সারা আনোয়ারা
চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় থেকে আনুমানিক ৪৫/৫০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে এস আলম ২নম্বর জেটির পূর্বপাশ থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এখনো লাশের নাম-পরিচয় জানা যায়নি। লাশের পরনে নীল রঙের ছেড়া গেঞ্জি ও নেভি ব্লু কালারের হাফ প্যান্ট রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কর্ণফুলী নদীর দক্ষিণ পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা সদরঘাট নৌ- পুলিশকে জানায়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
সদরঘাট নৌ পুলিশের ওসি আকরাম উল্লাহ জানান, এলাকাবাসীর মাধ্যমে মরদেহের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। উদ্ধারকৃত মরদেহটি নৌ পুলিশের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।