নিজস্ব প্রতিনিধি
সারা আনোয়ারা
বই আমাদের ডানা দেয়, আর আমরা সে ডানায় ভর করে উড়ে উড়ে জ্ঞানের রাজ্যে ঘুরে বেড়ায়। জ্ঞান সমৃদ্ধ জাতি গড়ার প্রত্যয়ে,জ্ঞান অন্বেষণের জন্য জ্ঞানলিপ্সু মানুষের জন্য ২০০ বই প্রদান করলেন সাংবাদিক জামাল।
শেকড় সন্ধানী লেখক, গবেষক এবং প্রকাশক সাংবাদিক জামাল উদ্দীন বলাকা প্রকাশন থেকে ২০০ টি বই প্রদান করেছেন খোর্দ্দ গহিরা পাবলিক লাইব্রেরির জন্য।
লাইব্রেরির পক্ষে বই সংগ্রহ করেন কার্যনির্বাহী সদস্য তানভীর হোসাইন মোরশেদ, পাঠক সদস্য নুরুল কবির এবং আবু সুফিয়ান।
বইগুলো লাইব্রেরিকে আরো একধাপ সমৃদ্ধ করলো বলে সন্তোষ প্রকাশ করেন লাইব্রেরির পৃষ্টপোষকগণ৷
উল্লেখ্য, দির্ঘদিন থেকে এই লাইব্রেরি প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জ্ঞানের বিকাশে গুরত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে৷