কর্ণফুলী টানেলে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশুসহ ২ জন আহত

নিজস্ব প্রতিবেদক
সারা আনোয়ারা
১১ই জুলাই ২০২২ ইং সোমবার

বঙ্গবন্ধু  কর্ণফুলি টানেলে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দু’জন গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সোমবার (১১ জুলাই) বিকেলে টানেল সড়কের বৈরাগ কুলাল পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন – মো. আরিফ (২৫) সে উপজেলার বৈরাগ ইউনিয়নের ঘোড়ার বাড়ির মো. মালেকের ছেলে। অপরজন একই ইউনিয়নের হুন্দীপ পাড়া এলাকার মো. মিজবাহ (১০)।

আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, টানেল সড়কে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে শিশু মেজবাহ রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আহতাবস্থায় সেতুর ওপর শুয়ে কাতরাচ্ছেন বাইকার আরিফ ও শিশু মিজবাহ। রক্ত গড়িয়ে পড়ছে শরীর থেকে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. হাসান জানান, টানেল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হয়েছে বলে জেনেছি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

Related posts