নিজস্ব প্রতিনিধি
সারা আনোয়ারা
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিরক ভবন উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্মিত ভবন উদ্বোধন, অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবু রঘুপতি সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ডা. স্বজল দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মন্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস. এম আলমগীর চৌধুরী, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, চাতুরী ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সচিব এমরান হোসেন বাবু প্রমুখ