নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ চট্টগ্রামের সাড়া জাগানো অনলাইন কমিউনিটি বাঁশখালী এক্সপ্রেস এর ৭ম বর্ষপূর্তি ও প্রকাশনা উৎসব ২০২২, গতকাল ০৫.০৫.২০২২ বৃহষ্পতিবার উপজেলার একটি অভিজাত কনভেনশন হলে অনুষ্ঠিত হয়৷
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া বর্নাঢ্য এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ আসনের জাতিয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম.পি৷
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দীন , অতিরিক্ত পুলিশ সুপার,সিরাজগন্জ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশাখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) রেহানা আকতার কাজমী, বাঁশখালী থানা’র অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন এবং বাহারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম প্রমূখ৷
বাঁশখালী এক্সপ্রেস এর সিইও রাহিম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বাঁশখালী এক্সপ্রেস এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন৷ নেতিবাচক সংবাদের ভীড়ে ইতিবাচক সংবাদ ও কন্টেন্টগুলো মানুষের নজরে আনতে বাঁশখালী এক্সপ্রেস এর ক্রমাগত প্রচেষ্টার সাথে তাঁরা একাত্মতা ঘোষণা করেন৷
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালের প্রধানমন্ত্রী ঘোষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক যোগাযোগ মাধ্যম সমুহের গুরত্ব অপরিসীম৷ তিনি আরো বলেন, আমি বাঁশখালী এক্সপ্রেসকে সাধুবাদ জানাই এজন্য যে- তারা নেতিবাচক সংবাদ এড়িয়ে ইতিবাচক সংবাদগুলো প্রচার করে বাঁশখালীকে ভিন্নভাবে দেশের মানুষের কাছে উপস্থাপন করছে৷
বর্নাঢ্য এই আয়োজনে সারা আনোয়ারা সহ বাঁশখালীর চারটি সামাজিক সংগঠনকে বাঁশখালী এক্সপ্রেস সম্মাননা ২০২২ প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে আয়োজিত প্রতিযোগীতা ও কুইজ ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়৷
দুপুরের লাঞ্চের মাধ্যমে সমাপ্তি ঘটে বর্ষপূর্তীর এই আয়োজনের৷